মনের মিতা
- অদিতি চক্রবর্তী
শীতের দুপুর, নরম রোদে গা এলিয়ে
দু'আঙুলে জড়িয়ে নিয়ে উলের পশম
কি বুনছ গো নানান রঙে সুতোয় সুতোয়
রাগ, অভিমান,খুনসুটি? না বকমবকম?
রোজ মাপ নাও? আঙুল টিপে ঘাড়ের কাছের
কিম্বা বুকের মাঝখানটার বিগদা বহর?
ওমনি তোমায় বাহুর ঘেরে কাছে টেনে
তিনিও কি আমার মতো দুষ্টুমি ভর!
লজ্জাতে লাল গাল দুখানি আড়াল করে
একছুটে দৌড় লাগাও তেমন বাইরে ঘরে?
মান্তু পিসির চোখ এড়ানো সহজ তো নয়
এমন করেই সেদিন আমার প্রেম-পরাজয়
চোর অপবাদ মাথায় নিয়ে চুনকালিতে
এক গাঁ লোকের সামনে যেন অশরীরী
এক গা সোনায় সেজে তুমি বরের গাড়ি
সেদিন থেকেই ভর করেছি তোমার হাতে।
হাতের চেটোয় লাল হয়েছি মেহেদী পাতা
শাঁখায়, পলায়, রিনিঠিনি বাজিয়ে ঘর
নখপালিসে,আংটি, লকেট, মুক্তোদানায়
রঙ গুলেছি, রঙ মুছেছি, প্রহর প্রহর।
বুনছো তুমি পশমিনা,প্রতি ঘরের গিঁঠে
খোলা চুলের মাতব্বরি আদুল পিঠে
ঠোঁটের ছোঁয়া রাখছতো ঐ শেষ সুতোতে?
অন্যমনা চিনলেওনা মনের মিতে!