সেই তো এলে
তবে কি পেলে?
ফিরতি পথে বিদায় বলে?
বুঝতে যদি
কি সুখে নদী
পাথর বুকে সাগর চলে।
জলের তোড়ে
পথের দোরে
পথও ভাঙে পা থামিয়ে।
বুকের খাঁচায়
তবুও নাচায়
মন পাখিটা লেজ নামিয়ে।
~@অদিতি