গেরুয়া পরিয়ে বাউল করলে বুঝি?
পথপ্রান্তে বিপন্ন সকালের পুঁজি
আমার পরাণনদী বেয়ে
উষ্ণতা যায় নেয়ে
আখরগুলি নীরবে সাজে রাত্রি খুঁজি ॥
♥
মানুষের কত আশা ভরসারা দলে দলে
অলক্ষিত পথে হারায় পথনাটিকার ছলে
ইতিহাস কত সাক্ষ্য জোগায়
কত নীতিকথা ঘুরপাক খায়
উই শূণ্যে ডানা মেলে রামলোকে চলে ।।
♥
তোমার আমার এই যে রোজের লড়াই
সত্যি বলতো কি আঁকড়ে কি হড়কাই ?
কস্তুরীমৃগ কস্মিনকালে
বন্ধ করতে চারদেওয়ালে
কাব্য ,কথকতার বনেদ সাজাই ॥
♥
যদি আমার বিকেলে তোমার সকাল আসে
টেবিল ঘড়িটি উল্টে রেখো বইএর পাশে
উপুরঝুপুর তেরছা ঘাসে
দেখবে যখন সূর্য হাসে
সুরটি আমার দূর না করে বসিয়ো উল্লাসে॥
♥
হাতেগোণা কিছু জীবন দেখেছি মৃত্যু চেখেছি ঢের
যা কিছু ছড়ানো এদিক সেদিক তা ভেবেছি নিজের
নিশানা গেঁথেছি
গল্প ফেঁদেছি
লেগে থাকা কিছু ঈর্ষা সাজিয়ে গুছিয়ে নিয়েছি আখের ।।