কিছু আঘাতের দাগ থাকেনা
কিছু ক্ষত নিয়ে চলা
কিছু জানলার বাইরে জীবন
কিছু দাগে আরশোলা।
কিছুটা সহ্য সহজে ঝাপসা
কিছুটা কঠিনে ঝাঁঝ
কিছু ঠোঁটকাটা অহেতুক দেখি
মহাভৃভ্গরাজ।।

কেউ কাড়ছে অনেক কিছু
কেউ যা-কিছু তে বশ
কেউ কিছুটা আড়াল প্রিয়
কেউ সরলেই ধস্।
কেউ পাশে হাঁটে জখমের মতো
কেউ পাশে থাকা তাজ
কেউ নিরাময় সাজিয়ে রাখা
মহাভৃঙ্গরাজ।।


কেউ কেউ কিছু স্মৃতি
কেউ কিছু কিছু প্রেমে
কিছুটা হৃদয় কেউ ছিনিয়েছে
কিছু মালা কারো ফ্রেমে।
কেউ কিছুটা ছাতা হয়ে থাকে
কিছু নিয়ে কারো সাজ
কেউ আসক্ত কিছুটা কদরে
মহাভৃঙ্গরাজ।।