কারো কোনো দেয়ালটা লোভী হয় জানো?
"ওপারের মধুমালতীটা গায়েপড়া,
বড্ডো প্যাঁচানো"
শুনেছিলো গতকাল ভোরে।
আজ দুক্কুরে লোভ হলো তার
মধুমালতীর ফুলের পাহাড় লুটে নিলো জোর করে।
হিংসুটে বুকের পাঁজরে দিলো ঠাঁই
মধুমালতীর ঢলে পড়া পুরোটা শরীর তার চাই।
--------
স্বাচ্ছন্দ্য ছিলো সেই মধুমালতীর
তবে কি কারনে এতো ফন্দি ফিকির?
ফুলেল জ্যামিতি যতো নিঁখুত মাপের
বাঁশ রেখেছিলো মায়া,বিষাদ ছাপের
দেয়াল তো চিরকাল উজানের মাঝি
ঘরকে গোপনে রাখা এক কারসাজি
মালতীর শখ ছিলো একখানা ঘর
ঢলানো শরীরে তাই পরকীয়া দেয়ালের 'পর।
@অদিতি