*
জানো,সেই থেকে সারাদিন বাড়িতেই থাকি
রাত জাগা দিন হাঁকি,জমে থাকা ঋণ ডাকি
বেলা পড়ে আসে যতো
গুলঞ্চ লতার মতো
স্মৃতি বিস্মৃতি ঘিরে আকাশে তে পূর্ণিমা চাঁদ আঁকি।
*
হয়তো কিছুই নেই হয়তো বা সবটাই আছে
একথা তুমিও জানো, কি পেলাম শূন্যতার কাছে
দৃষ্টি মেলি দূরের পানে
শিরশিরানি বুকের ঘ্রাণে
বিষাদ পুঁতেছি কবে একটব পাতাঝরা গাছে।
*
পুরোনো চিঠির ভাঁজে ভালোবাসা ভীষণ সহজ
কথাদের কানাকানি ভুলতে পারেনি এ মগজ
ভেতরে বাইরে আসে
হা হা হা অট্টহাসে
এক বৃষ্টি থেমে যেতে মেঘ লেখে অন্য কাগজ ।
*
বুঝেশুনে টান দিও ওই সাদা সুতির চাদরে
বছর বিশের যুবা ঘুমিয়েছে ভরা ভাদরে
সহস্র রক্তদাগে
অভূত অনুরাগে
স্বাধীনতা এনে দিয়ে শুয়ে আছে মাটির আদরে।
*
বিকেল হলেই পার্কে বসে কয়েক ডজন জোড়া
বেশ কিছু তার পুরোনো হলেও কয়েকটি আনকোরা
ইকিরমিকির খেলতে থাকে
গাছগাছালি লেকের বাঁকে
উঁকিঝুঁকি মারলে বাপু ভাঙবে দাঁতের গোড়া ।