১)
মাটির অতলে মেলেনা জল
টুকরো কয়লা পেট সম্বল
সেটাও চুরি করতে রাতে
প্রাণ সঁপে দেয় গুলির হাতে।
কিম্বা ছাই এর গাদা খুঁজে
আধপোড়া সব কয়লা গোঁজে
ছাইও গোঁজে সুযোগমতো
নিজের পেটে এক বা কতো!
কেউ জানেনা সংখ্যাটা তার
নাম কি ছিলো? শ্যাম না নাহার?
২)
কয়লা খাদানে,ওরা সাতজনে,
সন্তর্পণে ছাই ঘাটে
ঘটনার দিন,মাথা ঝিনঝিন,
ভাবতে গেলেই বুক ফাটে।
ছাই চাপা পড়া নীথর শরীর
সরাতেই হবে খুব শীগগির
খুঁজে দেখতে ছাই এর পাহাড়ে
চাপা পড়ে আরো তিনটি শরীর।
পুলিশ চাইল জবানবন্দি
সাক্ষ্যতে পা আসছেনা
কেননা তাদের আদমশুমারি
খাতিরটুকুও জুটছেনা।
কয়লা খাদানে, ছাই এর স্নানে
চালায় যারা রুটিরুজি
কিবা আসে যায়,তারা গেলে হায়
ওদের বংশ হোক নিকুচি।