কথাকলির কথামালা
--------
কলমে ✍️
Aditi Chakraborty
*********
কথারা দিচ্ছে উঁকি
চৌকাঠে পা রেখেছে
বেলাইন হয়তো কিছু
ও কথার থই পাবেনা।
আঁকিবুঁকি যেটুক আছে
থেকে যাক অন্দরেতে
লুকোনো মালুম হলে
সে কথার স্বাদ থাকেনা।
কথাদের ঝড় উঠেছে
অসহায় প্রদীপ শিখা
পকেটে রেস্ত নিয়ে
শয্যাও শিথিল হলো।
কথাদের পরাই নুপূর
যাতে সব প্রেমকথা হয়
এখনও মুখ চাপা হাত
পাছে সব শুনেই ফেলো!
ওরা তো দিব্যি জানে
কথাদের ধরতে পেলে
আসলে সে ব্যাটা কি
টেরটা পাইয়ে দেবে।
আড়ালে দাঁড়িয়ে হাসো?
ম'লো যা খেলার শেষে
পরখে বুঝতে পারি
কথাদের লুফেই নেবে।
কথাদের গাছ হয়েছে
ঠুনকো বাকল গায়ে
সে গাছে ভুলের কাঁটা
বলা যায় প্রাণবায়ু ওর-
গুবগুব আওয়াজ ওঠে
কথারা কেন্দ্রীভূত
শোনাবার সুযোগ এলে
ধৈর্য্য খুলবো মুঠোর।
নামাবলী বেশ তো ছিলো
কথারাও নিরুপদ্রবে
তিলক ও চন্দনেতে
কথাদের অন্তরালেই।
কথারা দিচ্ছে উঁকি
হরি হে,ব্যাপারটা কি?
গা-সওয়া হয়েই গেছে
এরপর আর কথা নেই।