আজ সনাতনের বিজয় দিবস
বাজাবো চল্ ঢাক
ও মেয়ে,তুই বরং কবিতাতেই থাক।
এইখানেতে প্রেমও যেমন, তেমন মায়াজল
আহা, উঁহু, ছিঃ বলবে মায় ধর্ষক দল!
গর্ভ দেবো। আসবি নাকি মেয়ে?
লজ্জা কেন পাস বলতো?
সূঁচের ক্ষত এমন কি আর
ধুইয়ে দেবো তোরই রক্ত দিয়ে।
বলিস কিরে আসবি না আর?
আসতে চাওয়া কন্যাভ্রুণ সবাই নাকি বেঁকাচ্ছে ঘাড়!
যমুণাবতী, সরস্বতী লিখবেনা আর কাগজ!
ও মেয়ে তোর দোহাই দিলাম
অভিশপ্ত দেশের এই পরিণাম
পুরুষ জন্ম বৃথাই যাবে না এলে নারীরা
সসেমিরা!! সসেমিরা!!
****
নদী জলে মিশে যায় পাপ ধুতে কন্যা
ঝিকিমিকি বালুচরে তাল ও তমাল
শিহরিত শিশুটির তলপেটে বন্যা
কার লালে নীল বিষ? জানো কি কপাল?