এটা খাই, ওটা খাই
যেখানে যেটুকু পাই
কোনো খানা জব্বর
কোনোটা বা নড়বড়
ভাবার সময় নাই।
সাধের খাবার গুলো
যেইনা রসনা ছুঁলো
ওমনি হ্যাংলা হয়ে
"ম্যায়আঁউ"ডাকলো হুলো।
দাদা, দিদি, বোন, ভাই
যার স্টকে যতটাই
ছবি দিও চটপট
সঙ্গে রেসিপি চাই।
খানা খাবো,খাবি খাবো
সাধ ও স্বাদ মেলাবো
খুন্তি, হাতার সাথে
কড়াইও লড়বে ভাই।
রন্ধনে বন্ধনে
আমাদের জুড়ি নাই।