সবসময় অঙ্কে ভুল করি
যতোবার হাতে ধরে যোগ শিখিয়েছো
ঠিক ততবার ভাগশেষ রেখেছি হাতে
এরপর বকা খেয়ে বিয়োগ হতে হতে
একক সংখ্যায়।
বলিহারি ধৈর্য্য তোমার!
ঠায় বসে রইলে চাতালের কোনে
আমি ঠিকমতো গাণিতিক না হওয়া পর্যন্ত
দশমিক ডানদিকে ক্রমাগত বসিয়ে বেহিসেবী আজ আমি জন মতে প্রখর গণিতজ্ঞ
অথচ আর্য পুরুষের কসম,
না বুঝেই হিসেবের খুঁটিনাটি
তোমার হাতে সযত্নে গুণক ধরিয়েছি শূন্য সংখ্যাটি।