আজকে আমি একলা হতে চাই
ছোট্ট থেকে বুড়িয়েছি যানজটে
মাড়িয়ে দিয়ে সেই যে গেলে চলে
সেদিন বুঝি মুড়িয়েছে কাঁটানটে।
গ্রীষ্ম দিনেও শীত এসেছে নেমে
সব খুইয়ে মাটির গন্ধ লেগেছে যৌবনে
খামের ওপর নাম লিখিনি চিঠির
মগজ যখন ধার শানালো রণে।
এখন আমি আড়মোড়াতেই ভাঙি
বরষা মেঘে দাগ বিয়োতে যাই
আজকে যখন একলা হতে বসি
তোমার ছোঁয়াচ গিঁঠ বেঁধে চোখ চাই।