কানামাছি
------+
হাজার মাইল দূরের থেকে
এই দিনটায় হৃদয় লেখে
সেজে ওঠো লক্ষ হীরায়
আর আমিও শিরায় শিরায়
ভালোলাগা জড়িয়ে রাখি।
ভালোবাসা ফুল ও পাখি
পাঠালাম মেঘের ডানায়
দেখবে কানায় কানায়
ভরেছে পদ্ম দীঘি
সেদিকে তাকিয়ে কি কি
খুঁজলে জানিয়ে দিও
হিসেবে মিলিয়ে নিও
কতোখানি উশুল আদায়।
বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
আদরে গা মাখলে
অথবা কি রাখলে
তোমার আজ জন্মদিনে?
আমার এই মুলুক চিনে
বাঁশিতে সুর বাজলো
নূপুরের পা নাচলো।
হৃদয়ের কপাট গুলি
সরিয়ে লাল গোধূলি
তোমার ওই বাগবাগিচায়
একঝাঁক চড়ুই নাচায়।
মনে হয় ঝড় উঠেছে
আকাশে ভোর ফুটেছে
তারপরে দু'চোখ বুজি
তোমার ওই ছোঁয়াচ বুঝি!
বাঁচায় আর বেঁচেই আছি
ছুঃ- মন্তর হাজার মাইল
খেলছি কানামাছি ।
♥ অদিতি