কাল্পনিক

অদিতি চক্রবর্তী

হতোনা সত্যি কিছু
ঠিকমতো বললে
লুকিয়েছ বেশ কিছু
তাইতে তো মরলে
আজ তবে কেন তুমি
পা দু'টি ধরলে?
সেদিন শোনোনি কথা
মর্জিতে চললে।
আগুন মুখেতে নিয়ে
মোমবাতি গললে-
দোষী বলে সেই তুমি
আঁধারকে ধরলে?
নিজের খেয়াল মতো
খাদে পড়ে মরলে
রাস্তাকে সাথী করো
যার থেকে ঝরলে।
হাত বাড়িয়েছি তবু
ন্যায় থেকে নড়লে
ছেড়ে দিতে বাঁধবেনা
একচুল সরলে
সত্যের এক সিঁড়ি
যদিও বা চড়লে
মিথ্যায় মোড়া জিভ
কেন বার করলে!
তার চেয়ে ভালো হতো
মানুষটা গড়লে
অন্ততঃ যম দাদা
ফিরতো, 'না' বললে।