কাকতালীয়
~~অদিতি চক্রবর্তী
-----------
জীবন কখনও দীর্ঘ মনে হয়,অসহ্য লাগে
কি করে তোমাকে বলি
ধ্বংসের অভিশাপ বয়ে শুধু মানুষের মুখ খুঁজে
লতানো শরীর তুলে চলি।
সব লেখায়,সব কথায় তুমি আছো
সব স্মৃতিতে সুঘ্রাণ
আদতে নেই শুধু আমাদের বৃষ্টির দিন
ফিরে যেতে চাওয়া রেলগাড়ি
অজস্র কাকতালীয় অভিমান।
তোমার সাথে দেখা হবার আগেই যদি
পথটুকু মরে?
নামকাটা গেছে ভেবে জেলে ডিঙি শুয়ে বালুচরে!
রোজ রোজ মুঠোফোনে বলে চলা-
" আসছি,দরজাটা খোলো"
আসা শব্দটা লম্পট হলে যদি দেখো,
পায়ে বসা শোকসভা দেখে স্টেশনটা ট্রেন বদলালো!
গচ্ছিত স্হাবর ও অস্হাবর এইভাবে শিরায় শিরায় তোলে ঝড়
ঝড় বলতে মনে হলো,মাত্রা,যতি,ছেদ্ চিহ্ন গুলো
সন্ধ্যা নামার আগে লাল দিগন্ত ছুঁয়ে ক্রমশ ধূসর।