সময় নষ্ট করার কষ্ট বুঝেছি স্পষ্ট পোড়ার পর
চোখের কাজলে নেমেছে
সজলে লেপ্টানো ছলে তুমুল জ্বর

টিকটিক করে কাঁটার ঘরে বছর সরে আবছা মুখ
পাঁজর খুলে বলো কি দেখালে, শোনাবে আড়ালে মৃত্যুসুখ?

বৃষ্টি রাতে রক্ত পাতে কিস্তিমাতে সিপিয়া টোন
পিলের ডোজ বাড়িয়ে রোজ চাইছি খোঁজ পলাশ বন

নখের ধারে,দন্তবাহারে বসাই বাজারে কল্পনা
বিষাদ নীলে জলজ মাখালে স্রোত চলাচলে আল্পনা

ফেটে চৌচির গাছের প্রাচীর তবু আমটির সিঁদুরে গা
এতটুকু দাবী করলেও ভাবি বলবে নবাবী সমস্ত টা।