একলা হলেই সেই ফিসফিস
বাজতে থাকে কানে
"এই তো আমি হাতটা বাড়া
এইতো এইখানে"।
হাতটা বাড়াই,দাঁড়িয়ে থাকি
অনন্ত অপেক্ষায়
কিলবিলে হাত অনেক আসে
নোংরা মাখা গা'য়।
একলা হলেই যুঁই গন্ধ
যেন তোমার কোল
এইমাত্র আঙুলগুলি
জড়িয়েছে আঁচল।
কিন্তু কঠিন একলা হওয়া
আরো কঠিন সময়
কিছুটা ঠিক বটের মতোই
হাজার ঝুড়ির অভয়।
সবাই যেন কামড়াতে চায়
আঁচড় কেটে হাসে
একলা হবার সময়টুকু
জবাই করতে আসে।