বলে বলুক লোকে ডালিম ফুল
আমি বলব, "কক্ষনো না
এ আমার ঝুমকো কানের দুল"।
সেদিন স্নানের ঘরে
বলেছিলে চিবুক ধরে,
"সাধ ছিলো দেখবো তোমায়
ঝুমকো দুলে দুলিয়ে মাথা
বলবে ভালোবাসার গাঁথা
আমার ছোট্ট বাসায়"।
অনায়াসে বলবে এ দুল
সোহাগ দুপুর রাতের।
কিম্বা বাদলা দিনের গানে
আমায় ছেড়ে অন্যখানে
তিনটি ঘণ্টা কাটিয়েছিলে
পরকীয়ার ভিন পাঁচিলে
ফিরে এলে ডজন অজুহাতে।
বলবো কতো! ঘটনা এমন অনেক
দুল জোড়া সব সাক্ষ্য দেবে
পান থেকে চূণ যা খসাবে
ডালিম ফুল তো আর সকলের
এ কেবল আমার ঝুমকো জোড়ার এক।