তোমাকে ডাকিনা,শত্রু মনে হয়
তবুও সামনে আসো পুরোটাই
ছোঁয়াচ এড়িয়ে সরে সরে যাই
পাছে বাসিমালা হই সময় সময়।
তোমাকে ভাবিনা,কুয়াশা গড়ি
কার যেন ছায়া দুলে ওঠে
শুকনো পাতার মতো ঠোঁটে
ঈশ্বর ঈশ্বর বিড়বিড় করি।
জানতে চাইনা,ইদানিং সঙ্গ কার
রাত বড়ো হতে থাকে ক্রমাগত
সেলফোন জানে সব বিষাদের ক্ষত
হারিয়েছি চাবি বন্ধ দরজার।
অভিশাপ নেবে? "দুই ফোঁটা জল
চাঁদছুঁই দেবদারু গাছে বিকেল হলে
তারিখ পাল্টে নিয়ে বন্যা হবে বলে
তুমুল বর্ষা হোক ও চোখের শেষ সম্বল।"