ইচ্ছে ঘুড়ি
চালায় ছুরি
মনের ঘরে
গুনছি কড়ে
তিন, চার,পাঁচ
পাহাড় চূড়া
মেঘের গুঁড়া
মাখছে কেমন
সবুজ এখন
সাবান ফেনায়।
বেদম দেনায়--
বিকিয়ে বরফ
উগরেছে ক্ষোভ
নুড়ির মাথায়
ফার্ণের ছাতায়
দোল দুলুনি
অন্ধ মুনি
বন্ধ চোখে
টের পায় ঠিক
কু-ঝিকঝিক
মনের গাড়ি
দিচ্ছে পাড়ি
ওই যে দূরে
বন্য সুরে
ইচ্ছে ঘুড়ি
কাটছি ছুরি।