কোনো কোনো দিন হিসাব মেলেনা
জলের বোতলে ঠোঁট
অনেক কষ্টে আগলে রাখার
মুঠিরা হারায় জোট।

আজন্মকাল হেঁটে যাওয়া পা'য়
মেলেনা ছন্দ, গতি
হাত বাড়ালেই ছোঁয়া যেত যাকে
তার গতিপথে যতি।

চোখের সামনে বদলেছে গাড়ি
ফুলে ঢাকা সাদা থানে
টুকরো টুকরো কথামালা সব
শব হয়ে সবখানে।

কোনো কোনোদিন বোকা হয়ে থাকি
বোবা ভাবে যতো লোক
একদিন ঠিক হিসাব মিলবে
জানি,সময়ে হারাবে শোক।