ভন্ড বাবা,মারলো থাবা
নখের আঁচড় হাথরসে
ভক্ত যতো ভাঙলো পাঁজর
মরলো অন্ধবিশ্বাসে।
ভোলে বাবা,খোলা হাওয়া
ফুড়ুৎ করে উড়েও যায়
মূর্খ মানুষ ভক্তি ভরে
সুরুৎ করে স্বর্গ পায়।
স্বর্গে যাওয়া সস্তা ভারি
অতি ভক্তি রেখো সবে
যুক্তি, তক্কোর ধার না ধরে
বাবার বাণী মানতে হবে।
বাবা যদি নাকটি ধরে
কানটি মুলে শেখান গান
সে গান গেয়েই রোগ সারবে
বাবা আমাদের মহাপ্রাণ।
আবার হবে ধর্মসভা
এখন থেকে নাম লেখাও
পৃথিবীটা বড্ড বাজে
স্বর্গে এসির হাওয়া খাও।
বাবাজী পাজি কেউ বোলোনা
এসব তেনার দয়ার দম
আসছে বছর আবার হবে
পৃথিবীটার বোঝাও কম।
বাবাজীরা ফুলে ফেঁপে
দেশে দেশে ছড়িয়েছে
শিক্ষা কবেই বিদায় নিয়ে
ধর্ম ষাঁড়কে চিনিয়েছে
এইতো ভালো বিনা শ্রমে
ধর্মগুরুর পায়ে গড়াও
জয় বাবাজীর জয় বলো
শর্টকাটে বেশ স্বর্গে যাও।