আদুরে স্পর্শটুকু কাছে এলে
চুম্বনে ঘন হয় ফুল ও পরাগ-
হারাতে হারাতে পাই
পড়ে পাওয়া চোদ্দ আনা কল্পনার কিছু অনুরাগ ।
স্বপ্নীল নীল ঠোঁটে কোন্ ঠোঁট জ্বর মেপে যায়?
শ্মশানের ধার ঘেঁষে চাঁদ নামে বকুলপাতায় ।
বন্ধ চোখে আসে মুখ
যে মুখ দ্যাখেনি চোখ আগে
উপোসী শরীর জুড়ে যে রূপসী ঘুম আসে
সে ঘুম ঘুমোতে ভালো লাগে ।
আগাগোড়া মিথ্যে নয় সব অভিনয়
কান্নার জল দিয়ে মাঝে মাঝে সুখ লেখা হয় ।
সেই সুখ ধরে রাখি শ্মশানের মাটিছুঁই বকুলশাখায়-
অদেখা ঠোঁটের গায়ে
ঘুমঠোঁট শেষ রাতে কিছুটা ঘুমায় ।
অদিতি চক্রবর্তী