আজকাল চোখ উল্টে থাকি
কে যায় টাটা,কে যায় টাকি!
রোজ দুপুরে হলদে বাড়ি
জানলা খোলে থামলে গাড়ি
লুকিয়ে দেখি ফিসফিসিয়ে
পাক্কা দুটি ঘন্টা নিয়ে
কিচিরমিচির, ঘিজিংঘিনা
বলেছি নাকি! কক্ষনোনা।

আজকাল চোখ উল্টে থাকি
কাজের বউটা বললো নাকি--
পার্কে রোজই সন্ধ্যে ছ'টায়
টুনি বৌদি হাঁটতে দাঁড়ায়
ল্যাংড়া আমগাছের গোড়ায়
বৌদি নিজের কপাল পোড়ায়
আধঘন্টায় ঘরেও ফেরে
দাদার যত্ন আত্তি সেরে
লুডো খেলে সময়মতো
কান শোনে, চোখ দেখে তো
কিচিরমিচির, ঘিজিংঘিনা
মুখ খুলেছি?কক্ষনোনা।

আজকাল চোখ উল্টে থাকি
লুকিয়ে দেখা বলেছি নাকি?
ওই যে তোমার বন্ধুর বউ
কি যেন নাম,মুন নাকি মৌ
নাটক করে,বাচ্চা পড়ায়!
ঘরের বাইরে দিনটা গড়ায়
যাহোক্ তাতে কি আসে যায়
কিন্তু পাড়ার বাতাস হাসায়
সেই তো জানে সত্যি খানি
মাদকচক্রের মক্ষীরানি
সকাল হতেই সাধ্বী সাজে
আমিও বাপু আমার কাজে
চোখ উল্টে ব্যস্ত থাকি
এসব কথা বলার নাকি!

এরপরে তো চাইবে তুমি
সারাটা দিনের সালতামামি
আমার ভারি বয়েই গেলো
কার ভাগ কে কামড়ে খেলো
আজকাল চোখ উল্টে থাকি
ঘি খেতে নাক গলাবো নাকি?