ফানুস
Aditi Chakraborty
------------
পলাশ ফুলে ছুপিয়ে রাখি সুখ
পেটকাটিটা দুঃখ নিয়ে থাক
লাল ফানুসে উড়িয়ে দিলাম খেলা
রাত পাখিটার একটু কান্না পাক।

লাল কালিতে দাগিয়ে রেখেছি শোক
খুশির হাওয়ায়  টগরভরা আলো
এক কাপ চা'য়ে রাতের নীরবতা
হামাগুড়ি দিয়ে ঘরে ঢোকে মিশকালো।

শীতের রোদে ক্লান্ত পায়ের ছাপ
মুক্তি পেয়ে মরশুমি ফুল হাসে
আঁচল ভাঁজে বিষাদ মুছে রাখি
ধ্বংস ডেকে মিছিল এগিয়ে আসে।

কবিতার মতো একখানা সাদা মেঘ
প্রতিবেশী মায়া করেছে হস্তগত
অহেতুক কথা চানঘরে লিখে রাখি
অযথা ব্যথারা রঙিন করলে ক্ষত।