এপিটাফ
অদিতি চক্রবর্তী
--------------
তোমাকে দীর্ঘ রাত ক্লান্ত করছে যখন
কবোষ্ণ অভ্যর্থনা দিতে দিতে
আবলুস কাঠ দিয়ে ধরে রাখা কাঁচ
চাঁদ আলো নিয়ে আকুলিবিকুলি আরতিতে
আধোঘুমে গুনগুন নীরব প্রতিমা তুলসীর কাঠ খুঁটে খায়
হনন করার ছলে আবাহন ডাকে
হাই তোলে দুই দেবী--
এক রাতে দু'মহড়ায় নাটক সাজায়
সব দাগ মুছে ফেলা যায়?
অগোছালো ভুরু,নাকের পাটার ওঠানামা ক্ষণ?
সবুজ অবুঝ হয়ে হলুদে যখন
সংলাপ এপিটাফে লজ্জিত চায় ।