এক যে ছিল
- অদিতি চক্রবর্তী
এক যে ছিল মাটি... এক যে ছিল গাছ
যার এক ছিল না টান
তার একলা ছিল নাচ
এক যে ছিল নদী... এক যে ছিল পাড়
যার এক ছিল না ডাঙা
তার একলা যন্ত্রণার
এক যে ছিল পথ... এল যে ছিল দাগ
যার এক ছিল না বাস
তার একলা অনুরাগ
এক যে ছিল ফ্রেম...এক যে ছিল খোঁজ
যার এক ছিল না চোখ
তার একলা হওয়া সহজ
এক যে ছিল বন... এক যে ছিল পাখি
যার এক ছিল না সুর
তাকে কি নাম দিয়ে ডাকি?
তাকে কি নাম দিয়ে ডাকি!!
@অদিতি চক্রবর্তী