দুঃসময়
অদিতি চক্রবর্তী
-----------
একটি বছর নিখোঁজ থাকার পর
পর্দা খুলে আদুল হবে ঘর
জানলা গরাদ অসুখ থেকে উঠে
রোদের পালক ঠুকড়ে খাবে খুঁটে।
একের পর এক পয়মন্ত চৌকাঠ
কেচ্ছা করে দরজা খুলবে হাট
আদর ফেলে উলটো পায়ে হেঁটে
পয়লা পৌষ আগুন নেবে চেটে।
ঠিক তখুনি তেরছা একটি ছায়া
কাটাবে তার বছর ভরের মায়া
হালকা করে তিনতলাটির ভার
খেলনাবাটির দুপুর,আরামচেয়ার
আপন মাঝে আপনিহারা হয়ে
ক্ষিধের মতো সহজ দুঃসময়ে।
সেই ছায়াটির কাঁটাছেঁড়া অঙ্গতে
অনুষ্টুপে ছাঁদ দিও সঙ্গতে।