দোলনা
----------
ড্রয়িং খাতায় পেন্সিল ঘষে ঘষে গড়ে তুলি অরণ্য। পলাশের গুঁড়ি থেকে কুড়িয়ে ময়নামতীর এলোখোঁপায় গুঁজে দিই প্রেম।চোখে এঁকে দিই নদী আর তাতে ঝুলিয়ে দিই ভাঙা চাঁদ।

  সেই যেদিন আমার পিঠে ডানা গজালো সেদিন থেকে আশেপাশে ভিড় করে থাকে সাদা সাদা দাঁত।আমি ওদের সাদা দিস্তে দাঁতের কাগজে কবিতা আঁকি।

  দুপুরের গান হয়ে হলুদ পাখিটা রোজ এইসময়ে ডেকে ওঠে,"এ্যায়,দরজা খোলো।" আমি ডানায় ভরে তাকে লুকিয়ে রাখি।জাদুর পৃথিবী আমার অরণ্য ভ্যানিশ করতে আগুন জ্বালে।আমি ফ্যান্টাসাইজড বৃষ্টি আঁকি।হলুদ পাখিকে ক্যালেণ্ডারে উড়িয়ে দিই,ফরফর ফরফর।পাহাড়ের উচ্চতা খুলতে খুলতে জুম চাষ শুরু করি ঘাড় কাত করে।

ইদানীং  মহুয়া গাছে লেমন ইয়েলো ফুলগুলি ঝরিয়ে দিলাম শুখা মাটিতে।কী অদ্ভুত জানোতো! সাদা দাঁতের দল মেলানকোলিতে ডুব দিয়ে একেকটা গাছ হয়ে গেলো!অর্জুন, মেহগনি, তমাল,পিয়াল,শিরীষ আর দেবদারু। গাছ গুলিতে দোলনারা দোলে, সেখানে মানুষ নেই।সেখানে কোনোও মানুষ নেই।শুধু আমায় নিয়ে দোলনারা দোলে।দুলতে থাকে।
✍️
Aditi Chakraborty