দিলখুশ
~@অদিতি চক্রবর্তী
--------
তুমিও অসুখ হয়ে এসো
চোখের কপাল জুড়ে হলকার মতো
ভেজা জিভ চেটে নেবে ওষ্ঠ,অধর
শিরশিরে বাতাসটা ভরে দেবে ক্ষত।
তুমিও অসুখ হয়ে এসো
আধমরা জীবনটা আলগোছে মারো
লেগে থাকো, মেখে থাকো চিবুকে গলায়
সবটা আমার থেকে হোয়োনা কারো।
যে অসুখ সারবেনা দিন-প্রতিদিন
চুল থেকে ছড়িয়ে তা আঙুল ছোঁবে
হাত,হাঁটু ভাঁজ হয়ে একসাথে মিশে
আকাশের আড়ালের তারা ধরবে।
অসুখের নাম বেশ আমারই দেওয়া
ডাক্তারও জানবেনা পথ্যিটা কি
ঘরোয়াসুলভ আমি টোটকা খেয়ে
আয়ুকে একটু করে দেবোই ফাঁকি।
তবুও তো তুমি হবে একলা আমার
এক্কা দোক্কা পায়ে সব ঘরে তুমি
কাঁপা কাঁপা জলছাপে সারা ঘরময়
না মোছা চুলেজলে তাজা মরশুমি।
তোমাকে সঙ্গে নিয়ে আগুন খাবো
তোমায় অঙ্গে নিয়ে ধোঁয়া ওড়াবো
তোমারই রঙ্গে আশপাশের মানুষ
লিখে দেবে অসুখের নাম "দিলখুশ"।