দিগন্ত
--------
জানো?
দৃষ্টি পোড়ানো
নিসর্গ সবুজের শোক
এক চেয়ে থাকা অপলক
অখণ্ড অলীক অবসর নীলিমার শ্লোক
সাবলীল ভেসে থাকা লাবডুব নিকষিত গান
মাটির প্রলেপ মাখা বয়সের গায়ে থামানো উড়ান।
নিজেকে রঙিন করে নিসর্গ শেষমেষ বরাদ্দ ধুলো
কিছুটা গোধূলি জানে আকাশটা কতোটুকু ছুঁলো
আজ বুঝি প্রহরের এতোটা চমক
কোন অজুহাতে টানে অচানক
যাপনের অমৃত,হেমলক
পার্বণের অনন্ত
দিগন্ত।