দীপচাঁপা ফুল
----------
রঙ জমে উঠেছে দীপচাঁপা ফুলে
মেঘ রাগে রোদ হাসে,নাচ ওঠে দুলে
স্নান সারে সাদা বক,ডিমডিম আলো
হে আকাশ,দয়া করো! মধুকোষ ঢালো।
ধীর পায়ে হেঁটে আসি তেলেভাজা খেয়ে
অসুখের দেয়ালে নাম লেখা মেয়ে
অনেক না পাওয়া জুড়ে দরিয়ার কুল
চোখের আড়ালে আছে পাথরের ফুল।
দীপচাঁপা ফুলে আঁকি বেঁচে থাকা ছবি
কাস্তে চাঁদের আলো দিয়ে গেছে রবি
অহেতুক ছুতোনাতা ছুঁইয়ে থাকার
দীপচাঁপা যাবতীয় অবয়ব 'তার'।