চিঠি
--------
খুন হতে চেয়ে বারবার  লিখি চিঠি
প্রতিবার সমঝোতা করো
হৃদয় পেতেছি যেই
সোজা হেঁটে চলে গেলে
আঘাতের দাগ কতোটা গভীরে গেলো বুঝলেনা। বুঝলেনা ছুরিটার ধারও।
সবশেষ বললেও কিছুতো থাকেই বাকী
যেমন চায়ের কাপে ফেলে রাখা একটি চুমুক
ঘরের সিলিং জুড়ে জমা কথা লেখা
মাঝে মাঝে ঝড় হয়ে,বৃষ্টি নামুক।