অণু কবিতা

১) এবং যুদ্ধ
-----------------
এতো যুদ্ধ সাজাই রোজ
প্রতিদিন তবু একমুঠো ফুল হাতে
পাঁজর ভাঙা পিচ্ছিল উত্তাপে
বৃদ্ধ সময় খাচ্ছে পংক্তিভোজ।

২)

শাপান্ত
----------------------------------
চলি বলেও আসার মুদ্রাদোষে
আড়ভাঙা জিভে না জানি কখন
বেকসুর থামে অনামী স্টেসন
শাপান্ত নামে ইচ্ছা ও আক্রোশে।

৩)
চেকমেট
---------------------------
আড়াই পায়ে আগ বাড়িয়ে
পাঁচ পা ফিরে আসো
লক্ষ্মী মেয়ে এবার বলো
কেমন ভালোবাসো?

৪)
আবদার
-----------------------------
শরৎ আসছে ভরত এবার
রাম হয়ে দিও দেহ
রান্নাঘরের শার্সিতে জল
বকুল বকুল ঝরছে
আ্যসট্রেতে এক স্তুপ শবদেহ
স্হানাভাবে লড়ছে
গরমতেলের কড়াই ফুটছে,
তোমারও তো মধুমেহ।

৫)
সেবক
---------------------------
অন্ধকার গাঢ় হলে
দান ধ্যান তেমন জমেনা
সেলাই সূঁচটা জানে
প্রতিটি জামা তার অচেনা।

৬)
জলাঞ্জলি
---------------------------

জল ছুটছে জলের দরে
জলাশয়ের জোলো হাল
জ্বর কমাবে জোরজুলুমে
জলের তোড়ে জেলের জাল।

৭)
মশগুল
---------------------------------
জানলাধারের অজানা লতাটি
উজার করেছে ফুল
দিনের ভাগে বেড়েছে আরো
একদাগ মশগুল।