১) ছড়াক্কা
আকাশকুসুম
------------------------
তালপুকুরে সিঁড়ির ধারে নাক বোঁচা এক ভূত আসে
গায়ের রঙটি ধপধপানো সাদা
দিনের আলোয় ঘুমিয়ে আছে কাদা
হাই তোলে কষে ত্যাবড়ানো দু'গালে
শিউলি গাছের দামড়া ওপর ডালে
এসব গল্প পুটু বসে দেখে নীল শরতের আকাশে।
২) ছড়াক্কা
বনজোৎস্না
-----------------
পায়ে ধরি পাখি তুই পিউকাঁহা কোস'না
আকাশনীলে মেঘের কুঁড়ি
নদীর কোলে থমকে নুড়ি
একটি করে পাপড়ি খুলে
পানার ফুলে কৃষ্ণ দুলে
টুপটুপ ঝরে পড়ে রাধা বনজোৎস্না।