দু'এক পশলা বৃষ্টি পেলে
অথবা একটি ফোঁটা
অঙ্গ পোড়ে অগ্নিশিখায়
ছড়ায় রূপের ছটা
ঠোঁটের ভেতর ঠোঁট ডুবিয়ে
সময় মধ্যরাত্রি
অনন্তপুর তোমার মাঝে
আমি একক যাত্রী
কফির কাপে নৌকা ভাসাই
ঠিক যতোটা মানায়
আমন্ত্রণের ডাকটি পেলে
ভরি কানায় কানায়
দিকভ্রান্ত একটি মেঘের
ডাক এসেছে ক্ষীণ
যখন আমার পাথর দশা
চলৎশক্তিহীন।