প্রতিটি বয়সে বাড়ে বোতামের ঘর
আলুথালু জীবনের চাপা হুল্লোড়
জলবায়ু,চুনকাম বুঝে পর্দা
ভুল ভেঙে সখ্যতা পান-জর্দা
বোতামের ঘরে জমে আছে গদ্য
সোনামুখী সুঁচ আঁক কষে সদ্য।
প্রতিটি বয়সে আসে বেহায়া ঋতু
কালবৈশাখী,সাথে বৃষ্টি থিতু
না কাটা ঘুড়ির মতো আকাশ দখল
নিষেধ না শুনে ভাঙা জন্মের জল
রক্তের যন্ত্রণা, পোষা কালো ছাতা
ধর্মের লাল দাগ,সাদা চুলো মাথা।
প্রতিটি বয়স ভরি খেরোর খাতায়
গ্রহণের ছায়া মাখা কবিতা পাতায়
বোতাম বিনয়ে ঝোলে সুতোর গেরোয়
সোনামুখি বাঁকা ঠোঁটে চালশে পেরোয়
কালে কালে বোতামের ঘর উদাসী
মায়াচাঁদ সেই ফাঁকে শোনায় বাঁশি।