বলিকাঠ
Aditi Chakraborty
----++++-----
ফুরোবার দরবারে পৌঁছেছি প্রায়
নুয়ে আছে মাথা
উশখুশানিটা টের পাই বেশ
লাইন বা বেলাইন যাই ভাবো
আঁকিবুঁকি কেটে যাই
সম্ভারে হাত রাখি।মহার্ঘ্য খুঁজি।
সাড়া দিতে বয়ে গেছে রাত জাগরীর
অঘুমের দিনরাত একাবোকা মানুষের
প্রেমকথা উঁকি দিয়ে যায়
তোমার ঘামানো নাক
কুয়াশার সন্ধ্যায় ছুপে আছে
তোমার যৌবন গন্ধের কটু স্বাদ ডিঙিয়ে
আজ অজস্র ক্লান্তির সাদা পাতা  বাতাসে ফরফর
তুমি ছিঁড়বে? নৌকা ভাসাবে?
নুয়ে আছে মাথা
আর কোনো বলিকাঠ নেই--