বোকা মানুষেরা কি ভালোবাসা পায়?
প্রতারণাকে ভুল করে ভালবাসা ভেবে আরও বোকা হতে থাকে দিনদিন?
সবার জন্য ভাবতে বসে নিজের চোখ,নাক,কান হারিয়ে ফেলে যখন তারা ইতর আখ্যা পায়
সেদিনও বোকাসোকা মানুষটা আকাশে ঘরবাড়ি খোঁজে।
রঙ ধার করতে ছোটে ফুলের
কথা বলতে যায় নদীর সাথে।
বন্ধু ভাবতে থাকা হাতটা কখন যে পরশির চুলে বিলি কেটে ফেরে!
যে হাতটুকুর উষ্ণতা পাবার আশায় একটা দু'পেয়ে জীবন ঠকতে ঠকতে চারপেয়ে এবং ক্রমশ ছয়পেয়ে হয়ে এক পূর্ণিমায় নিজেকে পুড়িয়ে মারে!
বোকাদের এমনতর অভিযোজনের ইতিবৃত্ত কোনো খাতার পাতায় লেখা হয়নি কোনোদিন
আসলে হাতেখড়ি দেবার সময় সবাই যখন অ,আ লেখে,বোকা তখন 'মা' লিখে ফেলেছিলো
এরপর প্রথম শ্রেনীতে অংক কষার সময় বন্ধুরা যখন যোগ,বিয়োগ,গুণ করতো লজেন্স ভাগ করে নিতে--
বোকা তখন ভাগশেষের কাটাচিহ্নটাকে কপালে এঁকে আকাশের নীলে পাখিদের উড়ে যাওয়া দেখতো
সেই থেকে মানুষটার কপালের আকাশে একটা মাত্র ইচ্ছেপাখি কেবল উড়ে যেতে ডানা মেলে রাখে
পাখিটাকে ডানা গুটিয়ে বসাতে শেখাতে পারলে চালাক তকমা জুটতো।


আ মোলো যা,,,কখন যে কী বলে ফেলি!!
লিখতে বসেছিলাম ভালোবাসার কথা।বোকাদের অন্ধ ভালোবাসার গন্ধ কি কোনো  চালাকের মনোঃপুত হবে!!