ক্ষমতা নেশায় মানুষ যখন বন্য
সত্যকে ভুলে বাঁচে মিথ্যার জন্য
ভোলে ইতিহাস,গেলে ভূগোলের নদী
ফুসমন্তরে তড়িঘড়ি সেঁকে গদি
কাটলারি দিয়ে কেটে ফ্যালে সাঁঝবাতি
ঘুঘু হায়নার খোলসে গড়ে বেসাতি
সাঁঝবাতি শুয়ে রগ-রক্তের ভিড়ে
অসুর বাঁচাতে ক্ষমতা ফেলেছে ছিঁড়ে
যে দেবী ভেবেছে বাংলা সাজাবে ফাগুনে
বলি হতে হোলো রাষ্ট্রের লোভী আগুনে।
সুবিচার চেয়ে জনতা আজকে পথকে করেছে ঘর
প্রতিটি গলায় আর্জি বাজছে,"জাস্টিস ফর আর জি কর
সত্য কিন্তু বেঁচে থাকবেই,ক্ষমতার গলা টিপে
কালের চাকাও পেছন ফেরে, পাপে ভরলে পিপে।
কলমে✍️
Aditi Chakraborty