টান
---------
কিছু কিছু টান
সটান ওপড়ানো যায়না
কিছুমিছু তো লেগে থাকে আঠার মতো
ফাটা জায়গায়
অজান্তে সে কবেই ঢুকেছে
মিথ্যে করে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে
পাঁচকান করি
আসলে সে টান
প্রাণের এমন জায়গা দখল করেছে
আর তাতে ধুকপুক ছন্দটা বেশ তালে তালে
কিছু কিছু টান জানো বড়ো বেইমান?
না শোনে কথা,না করে কথকতা
এঁটো করে, এমনকি ডুবজলের গঙ্গাস্নান!