১)
প্রতিটি ফুলে কি লাগে প্রজাপতি পাখা?
প্রতিটি সাঁতারে ওঠে জলকেলি ঢেউ ?
আকাশ নিজে কি সাজে তারায় তারায়?
কাজলের মায়া দিয়ে গুছিয়েছে কেউ!
হয়তো গায়িকার চিবুকের তিল
ছড়িয়েছে মাদকতা ওষ্ঠকে ঘিরে
সুর,তাল হারিয়েছে তিলের তিমিরে
শ্রোতাটি খরস্রোতা ভেঙেছে পাঁচিল।
এমনি করেই ভুল ফুল হয়ে ফোটে
এমনি করেই দিন জিন হয়ে ছোটে
এমনি করেই রোজ ভোজবাজি হয়
দেয়ালে সাঁটিয়ে রাখি কিছুটা সময়।
------------///----------
২)
আমি তো আসলে কাক
মাঝে মাঝে সাধ হয় ময়ুর সাজি
পেখম লাগিয়ে দিই আয় আয় ডাক।
শুকনো পাতার মতো ঠোঁট
শনের নুটির মতো কটি চুল মোট!
তবু মেঘ দেখলেই নাচি দু'কদম
বেতালা,বেসুরো তাই বাজে ছমছম।
বৃষ্টি কপালে নেই
জ্বর গায়ে অসুখ প্রবল
আসলে আমি তো কাক
ভুল হয় মাঝে মাঝে,ফের খুঁজি শেষ সম্বল।
-----////-------------------
৩)
উন্মুক্ত পাঁজর খানা বিছিয়েছে নদী
সাগর হেসেছে বারবার
মায়ার আঙুল তুলে কি দেখালে বলো?
কি গভীর প্রেম দুনিয়ার!
বারবার পাবে হাতছানি
পিছুটান চাইবেই চোখ
আপনার জন জানে মন
কিভাবে সে নিজেদের লোক।
মিশে গেছো,মেখে আছো বুঝি
সাগর সে, অনেকটা বুক
আশ্রয় তার কাছে দামী
দিয়েছে তো একটি ঝিনুক?
জানুক জানুক জানুক তবে লোক
একটি ঝিনুক বুকে সুগভীর শোক
একখানি হাত মুঠোফোন অদূরে
অসুখ পুষে আছে অচিনপুরে
প্রতীক্ষিত সেই পার্বণী আলো
করবে কবে সে আকাশ জমকালো!
সাগর এবং নদীর ভুলচুক
পুষে বুকে অপেক্ষিত একটি ঝিনুক।