কি এতো গুটিয়ে রাখো কোণার ঘুপচি ঘর?
কবেকার খোসা ওঠা রুলটানা খাতা,
ফ্রকের ফ্রিলের ঢেউ, বৈশাখী ঝড়!
রংচটা কানা পুতুলের হাত-ভাঙা আদুল শরীর গোলাপি নরম ডান,বাম
চাকা ভাঙা গাড়িটার নেমপ্লেটে লেখা
ক্লাস ফোর বালকের নাম,
পেন্সিল চোকা,ব্লেড যার একসময়ের একান্ত আপন
শীতল পাটিতে মোড়া আরো কতো কি!
সংলাপে ভরা ডায়েরির পাতা, বিগত স্বজন
লেজকাটা ঘুড়ি,ডানাভাঙা ময়নার শিস,
টিয়ার পালক
গুটিয়ে রেখেছো সব মনে মনে
মেলে দিয়ে স্তোত্র ও শ্লোক
সংসারে গুমোট বেড়ে গেলে
তুমি আসো গুটি পায়ে
আমি জানি গুটিয়ে রেখেছো যে ছোটাছুটি গল্পগুজব, গুটানো পাটির গায়ে--
শ্বাসাঘাতে শুষে নেবে নির্যাসটুকু,
শুধু সেটুকুই বিলাস
সেই জানলোনা
যে কিনা তোমাকে চাবুক মেরে
রপ্ত করেছে ডানামেলা অলিখিত বুনো বসবাস।