এই যে তুমি লিখতে থাকো
লেখার পাতায়,
মনের খাতায়
মনকেমনের বাঁশির সুরে,
কোন সুদূরে
বকুল ঝরে
মেঘের ঘরে বর্ষা নাচে
মধ্যযামে
নুপূর থামে
চোখপুকুরেও তাথৈ তাথৈ
কেউ কি জানে
কি তার মানে
সেসব দিনের রোজনামচা
হারিয়ে গেছে
তবুও আছে
একটি বুকের গোপন সুখে
সে লিখে যায়
অশ্রু মোছায়
দোসর জনের গাল চিবুকে।