বাগানবিলাস
- অদিতি চক্রবর্তী
-------------------
কবিতা পেয়েছে বলে
আড়ালেই চলে গেলো চোখের আলো
মেয়ের পাঁচটি চোখে চিকচিকে জোৎস্না সম্প্রদায়
চিবুকের জলকণা,সূর্যাস্ত জড়ো করে
টলটলে ফোঁটায় ফোঁটায় শ্রাবণী সেন।
খোঁপার চুলের মৃত লালগোলাপের তখনও আকুতি ভ্রমরের ঝাপটান বাতাস রেখেছে
সব চন্দ্রঘুঘু তৃষিত উত্তাপে
ক্ষীণতোয়া নদীটিও পাথর হৃদয় নিয়ে মৃৎশিল্পী।
ঝরাপাতা বসেছিলো
সেইক্ষণে ডাকঘরে সুখসংকেতে
অলিখিত চুক্তিভিত্তিক।
মেয়েটি লিখতে থাকে নাব্যতা গান,নন্দন নীড়
পরিণত জলেদের গুনগুনাগুন ইতিহাস
--তারপর ঘুঘুর চোখের থেকে স্বপ্নরোদ কেড়ে
কবিতায় লিখে ফেলে দু'চোখের বাগানবিলাস।