জীবন বুঝেছি শুধু
হাততালি সাজাতে সাজাতে
ঘর বাঁধতে গিয়ে এলাবার একলা সময়ে
আমার মতোন করে।
ঠকে গিয়ে,ভেঙে গিয়ে ভীতু বেড়ালের মতো।
এখন তো বাধা নেই
আমাদের নরমের দিন গত প্রায়
ঝলসানো টের পাই রোজ
অহেতুক হাবিজাবি কিছু তেড়েফুঁড়ে আসে
স্নায়ু জুড়ে স্বেদ বয়ে যায়
ধুপধাপ কিছু ঘটমান শাঁসটুকু খায়
ক্রমাগত লুকোচুরি নিজেকে ডিঙ্গিয়ে
জীবন বুঝেছি শুধু বেঞ্চি বদলে বসে
আমার কি দোষ?
নচ্ছার বাসি ঘরে উঁকি
দুচ্ছাই বেদখল আগাপাস্তালা!
আমার গরলগুলো কেউ তো নেবার নেই
সময়ের অকুলানে সব খেলা বাকি।

🖋️
Aditi Chakraborty