কি এতো তেষ্টা তোমার?
সবকিছু গ্রাস করে নেবে!
মেপে নিতে সেন্সরড অঢেল সুবিধে
বইয়ে দাও সহস্র বন্যা
সংঘাত শিখেছো শুধু
সংযত শেখায়নি কেউ? বলোতো অনন্যা?
কলতলা,বটতলা স্বাক্ষর চারিদিকে
অস্বস্তির চোরকাঁটা হাজারো মুখে বিঁধে
কাগজের সান্ত্বনা  ভ্রান্তি সাজানো
বনিবনা?তাও কবে ভেঙে গেছে জানো
আমিও আজ সহনশীল নই কুড়ি বাইশে
জীবন ক্ষণস্থায়ী, জীবন বসন্ত তারো চেয়ে আত্মবিশ্বাসে।

অতঃপর...