এইবারে প্রেম করা যাক
এতোদিনের উপেক্ষিত ডাক
জমিয়েছি কবিতা পাতায়।
আড়ালের মুখ কালো ছাতায়
প্রকাশ্যে খুনশুটি হোক
আর যতো অনামুখো লোক
কানাকানি,ফুসুরফুসুর
তোমার আমার সব সুর
গেয়ে যাক্ দরবারী, ভৈরব
আজ বুঝি কতোটা ফাঁকিতে
নগদ ভাবতে থাকা বাকীতে
একমনে বুনে গেছি সংসারী সুতো
আমল দিইনি যেই গুঁতো
সেও ক্ষত রেখে চলে গেছে
আজ যে বড়ো প্রেম পেয়েছে!
ডাক পেলে পেতে দেবো কান
আমিও তো ভালোবাসি গান
ভালোবাসি বাউল বাতাস
বুকভরে এই আমি নিলাম শ্বাস
উত্তাল করে যদি ভিতর নদী
থাক তবে এখন অবধি
যাবতীয় ঘিরে থাকা সংস্কার জাল
সময় এখনও আছে,আসছে সকাল।