অঙ্গীকার
অদিতি চক্রবর্তী
----------
চোখের ভাষা বোঝেন তিনি
যার আঁখিতে জ্যোতি থাকে
রঙ,রূপ আর মায়ায় ভরে
ডাগর চোখটি বৃষ্টি আঁকে।

কিন্তু যে চোখ কেবল পাথর
শুকতারাটি নিকষ কালো
কাজল মেঘের ঘণঘটায়
অক্ষিগোলক রঙ হারালো!

যে চোখ কেবল দুঃসাহসী
আলোর আশায় প্রহর জাগে
একটু আলো পেলেই সে ঠিক
হৃদয় দেবে প্রথম ভাগে।

আমিও পারি,তুমিও পারো
দৃষ্টি দিতে একটি,দুটি
ফুরিয়ে গেলে প্রাণের বায়ু
যেদিন নেবো লম্বা ছুটি।

প্রেমের বাতি জ্বালিয়ে দেবো
চোখের থেকে পাথর চোখে
কাজলকালো সরিয়ে আলো
এক পৃথিবী  সবটা মুখে।

এগিয়ে এসো বন্ধু যারা
আজ করা হোক অঙ্গীকার
মরণোত্তর চক্ষুদানে
জীবন ধন্য করব এবার।