মাঝে মাঝে দেখেও দেখেনা চোখমেলা চোখ
হয়তো তখনও যুদ্ধরত দুষ্টু কিছু লোক
শব্দ খুঁজেও পাইনা সাড়া গলার ভাঁজে
ব্যর্থ দুটি হাতকে রেখেছি খুব অকাজে
ন্যায় বিচারক চোখ বেঁধে ঠিক আমার মতো
রক্তক্ষরণ চলছে যতোই বাড়ছে ক্ষত
সঠিক বেঠিক গুলিয়ে গেছে কালের চাকায়
বিচার পেতে দু'হাত কেবলি মুষ্ঠি পাকায়
ঠিক কতোপথ পার হলে ভাই যুদ্ধ থামে?
প্রেম যমুনায় বানভাসি হয়, আয়ুষ নামে!
হন্যে হয়ে খুঁজছি মহাকালের খাতা
কালো কালির ছিঁটেয় ভরা সবটা পাতা
একটা পাতা লুকিয়ে আছে আালোর ডালে
সেই ডালটির আদর জমাই শুকনো গালে।
অদিতি চক্রবর্তী